ইশ্বর যখন বন্দী রিভিউ
নাম:- ইশ্বর যখন বন্দী(#১ রুদ্র-প্রিয়ম সিরিজ)
লেখিকা:- দেবারতি মুখপাধ্যায়
জনরা- আ্যডভেঞ্চারের, ফ্যান্টাসি, থ্রিলার
সবমিলিয়ে রেটিং: ৩.৫
দেবারতি মুখপাধ্যায়ের রুদ্র-প্রিয়ম সিরিজের প্রথম বই "ইশ্বর যখন বন্দী"। বইটিকে থ্রিলার বলা হলেও, আমার এখানে আ্যডভেঞ্চারের উপাদানটি বেশী লেগেছে।বইটা শুরুর দিকে মারাত্মকভাবে শুরু হয়। বিশেষ করে ডায়েরির অংশটি।এমনকি বৌদ্ধ ইতিহাস নিয়ে যে ক্ষুদ্র পরিসরে আলোচনা করা আছে, সেটাও প্রশংসা সাপেক্ষ। তবে সাপের কীরকম বিশেষ পদ্ধতিতে পা হতে পারে( কারণ ভুটানের ড্রাগনে পা আছে) অথবা কীভাবে পদ্মসম্ভব সেখানে সরীসৃপ পেলেন(কারণ ওই তাপমাত্রায় তো সরীসৃপ বাঁচে না, তাছাড়া অত বছর আগে প্রযুক্তিও অত উন্নত ছিল না) সেটা নিয়ে খটকা লাগলেও। ফ্যান্টাসির এলিমেন্ট হিসেবে ছাড় দেওয়া যায়। কিন্তু গল্পের শেষদিকটা একদমই শুরুর মতো না। কীরকম একটা তাড়াতাড়ি শেষ হল মনে হচ্ছে। বিশেষ করে ওরকম একটা ভিলেন পুরো শুকিয়ে গেল..😐।

Comments
Post a Comment