Cheeni(চিনি)-2020 movie review
নাম - চিনি(২০২০)
পরিচালক- মৈনাক ভৌমিক
মা-মেয়ের গল্প নিয়ে তো অনেক সিনেমা আছে, চিনিও তার ব্যাতিক্রম নয়। তবে চেনা পরিবেশে, অন্যরকম ভাবে পরিবেশন করাটাই সবথেকে ভালো লেগেছে। আসলে আমরা মায়েদের জন্য যে রূপটা কল্পনা করি, সেটা কী সবসময়ই হওয়া উচিৎ? তারা কী আমাদের মত সাধারণ মানুষ নয়? আমরা যে কাজগুলো করলে cool হয়ে যাই, তারা সেগুলো করলেই লোক দেখানো।
কেন্দ্রীয় চরিত্রে মধুমিতা সরকারের অভিনয় প্রাণবন্ত। অপরাজিতা আঢ্য এই সিনেমাটিতে একদম অন্যরকম , নিজের প্রথাগত দিকটা ভাঙতে ভাঙতেও, যেন ওইরকমই থেকে গেলেন। তবে কম স্পেস নিয়ে, কিছু কিছু জায়গায় দুর্দান্ত টাইমিং ছিল সৌরভের। খুবই সাধারণ ছেলের চরিত্রে অসাধারণ অভিনয়, তবে সে যে 5স্টার হোটেলের শেফ কিন্তুু তাকে সবসময়েই চিনির মায়ের সঙ্গে থাকাটা একটু অবিশ্বাস্য লেগেছে।
সব মিলিয়ে সিনেমাটা, মুড রিফ্রেশ করার জন্য ভালো। দেখবেন সিনেমা দেখার পর মনটা ভাল হয়ে যাবে আর কমিক ডায়লগ গুলোর জন্য হাসি তো বাঁধা আছে।
রেটিং- 🌑🌑🌑🌑🌑🌑.🌗(৬.৫/১০)

Comments
Post a Comment