রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসে নি। Review

বইয়ের নাম :রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসে নি।
লেখক:মোহাম্মদ নাজিম উদ্দিন
প্রকাশনী :অভিযান পাবলিশার্স
ধরন :থ্রিলার উপন্যাস
রেটিং: 5/5


সাম্প্রতিক কালের সবচেয়ে আলোচিত থ্রিলার উপন্যাস। পাঠকদের আকৃষ্ট করার জন্য বইটির কৌশলগত নামই যথেষ্ট । এরকম অদ্ভুত হোটেলের নাম এর সঙ্গে জড়িয়ে গেছে বাঙালিদের চিরকালীন দুর্বলতা রসনাতৃপ্তি আর কবিগুরুর ঐতিহ্য।শুরুতে তেমন আকর্ষণীয় না মনে হলেও গল্প যত এগিয়েছে রহস্য কেন্দ্রীভূত হয়েছে। থ্রিলারটি শেষ পর্যন্ত আপনাকে ধরে রাখবে। অনেক থ্রিলারে যেমন আমরা গল্পের কেন্দ্রীয় চরিত্রের আগেই রহস্য সমাধান করে, বোমকেশ বা ফেলুদা সমান আভিজাত্য লাভ করি, এটি তার ব্যতিক্রম।

উপন্যাসে প্রতিটি চরিত্রকেই সমানভাবে ফুটিয়ে তোলা হয়েছে। ভাষায় মধ্যে জটিলতা না এনে সহজ ভাবে উপস্থাপন আর কথ্য ভাষার প্রয়োগ পরিলক্ষিত। আমার মনে হয়, এই বইটির জন্যই লেখকে বিশেষভাবে মনে রাখবে। বইয়ের শেষে আপনাকে বলতে বাধ্য করবে..."এটা কী পড়লাম!! "

Comments

Popular posts from this blog

রহস্য রোমাঞ্চ সিরিজ

ইশ্বর যখন বন্দী রিভিউ

নগরকীর্তন review