নগরকীর্তন review

নাম:- নগরকীর্তন
মুক্তি:- ২০১৭
পরিচালক:- কৌশিক গাঙ্গুলী
ভাষা :- বাংলা

#spoiler_free_review

চারটি জাতীয় পুরস্কারজয়ী এই সিনেমাটি বাংলা চলচ্চিত্রে একটি স্হায়ী আসন লাভ করে নেওয়ার মত সিনেমা।গল্পটি সহকামীতা, রুপান্তরকামী ও কিন্নর বা নপুংসকদের জীবন ভিত্তি করে নির্মিত, যাদের আমরা হিজড়া বলে চিনে থাকি। এদের সম্পর্কে বেশীরভাগ মানুষের জ্ঞান সীমিত এবং সমাজ বিরক্তির সাথে এদের বহিষ্কার করেছে।
          গল্পের কেন্দ্রীয় চরিত্র পরিমল জন্মগতভাবে বা যৌনাঙ্গের বৈশিষ্ট্য অনুসারে একজন ছেলে কিন্তু অন্তরে সে একজন পরিপূর্ণা নারী। তার পরিবারের লোক তা মেনে নেয় না..পরে তার জীবনে এক মর্মান্তিক ঘটনা ঘটে, যার ফলে সে কলকাতায় আসে। সেখান থেকে কাহিনী আরম্ভ.....
          পরিমলের চরিত্রে ঋদ্ধি সেন অতুলনীয়...আর এই প্রথা- বর্হিভূত চরিত্রে অভিনয় করতে যে সাহসিকতার পরিচয় দিয়েছেন সেটাই মূল উপভোগ্য...ঋত্বিক চক্রবর্তী নিজ চরিত্রে সাবলীল।
          আসলে শিক্ষিত ও আধুনিক শব্দদুটি আমরা শুধুমাত্র আপেক্ষিক অর্থে ব্যবহার করি...বাস্তবে আমাদের সিদ্ধান্তগুলো সমাজ নেয় আর ধর্মীয় ভেদাভেদেে বদ্ধ। যে সমাজে সাধারণ ছেলে-মেয়ে ভালোবাসাই সকলের দৃষ্টিতে উচিত না..সে সমাজে সহকামীতা স্বীকৃতি পাবে এ আশা করা যায় না। আমাদের মধ্যেই যাদের একটু মেয়েলি গলা, তাদের লেডিস লেডিস বলে টিটকারি কাটা হয়, সেখানে একজন সম্পূর্ণ মেয়ে হতে চাইলে তার বাধা পাওটাই স্বাভাবিক।

Comments

Popular posts from this blog

রহস্য রোমাঞ্চ সিরিজ

ইশ্বর যখন বন্দী রিভিউ