ব্রহ্মদৈত্য

 নাম- ব্রহ্মদৈত্য

পরিচালক- অভিরূপ ঘোষ

অভিনয়ে- সায়নী ঘোষ, রুদ্রনীল ঘোষ, অনিন্দ্য চট্টোপাধ্যায়


ব্রহ্মদৈত্য নাম শুনলেই কীরকম একটা, পুরনো expire করা জিনিস বলেই ভাবি। ভ্যাম্পায়ার, ওয়্যারউল্ফের coolness টাই যেন তার মধ্যে নেই। কিন্তু সেই চরিত্রগুলোকে আধুনিকীকরণ করার চেষ্টা কী আমরা করেছি। সত্যি বলতে আমিও ওপরের দলেরই লোক কিন্তু এটা দেখে মনে হয়েছে, এ বিষয়ে আরো কাজ করলে আমাদের সংস্কৃতি বিনষ্ট হবে না।

সিনেমাটা ভূত দেখানোর সাথে সাথে একটা ভালো মেসেজও দেয়। সিনেমাটা অত্যন্ত মারাত্মক প্রকৃতির নয়, কিন্তু কনসেপ্টর জন্য এক্সট্রা মার্কস দেওয়া যায়। তার সাথে কিছুটা কমিকও আছে।

সিনেমাটা জুড়ে সায়নী ঘোষ সাবলীল অভিনয় করছেন। আর বাকিরা দেড় ঘন্টার সিনেমার তেমন বেশী সময় ধরে ছিলেন না। তবুও সৌমেন বোস আর রূদ্রনীলের কাজ মোটামুটি ভালোই লেগেছে।

সর্বোপরি, এটা একটা ভূতের সিনেমা। দুটো জায়গায় jump scare দিয়ে চমকে দেয়। আর ব্রহ্মদৈত্যর মেকআপ ভয় ধরিয়ে দেবার মতো। ঐটি OTT platform এর বদলে হলে মুক্তি পেলে বেশী ভালো হত।
রেটিং- 🌑🌑🌑🌑🌑🌑(6/10)



Comments

Popular posts from this blog

রহস্য রোমাঞ্চ সিরিজ

ইশ্বর যখন বন্দী রিভিউ

নগরকীর্তন review